আড়িয়াল বিলে জয়পাড়া পরিবহনে ডাকাতি

204

ঢাকার দোহার ও নবাবগঞ্জ সীমান্ত এলাকায় জয়পাড়া পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। পরে বাসচালক আরিফ (২৮) যাত্রীদের পিটুনির শিকার হন। গত শনিবার রাতে উপজেলার আড়িয়ল বিলের যুবখালী-নিকড়া লোহার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়পাড়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার যুবখালী-নিকড়া লোহার ব্রিজ এলাকায় পৌঁছালে গাছের গুঁড়ি ফেলে একদল ডাকাত গাড়ির গতি রোধ করে। পরে যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মুঠোফোন ও মালামাল লুটে নেয়। এ সময় চালকের কাছ থেকে সাত হাজার টাকাও ছিনিয়ে নেয় ডাকাত দল। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় নেতা ও ব্যবসায়ী করম আলীসহ সাত-আটজন আহত হন।

গাড়িতে থাকা ২৫-৩০ জন যাত্রী নিয়ে জয়পাড়া মেইন রোডে পৌঁছালে যাত্রীরা উত্তেজিত হয়ে চালক মো. আরিফকে পিটুনি দিয়ে আহত করেন। খবর পেয়ে দোহার থানার পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দোহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহমুদুল হক জানান, যাত্রীরা উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটায়।  গাড়িটি আটক করা হয়েছে।

আপনার মতামত দিন