জার্মানের বায়ার্ন আওয়ামীলীগের সেক্রেটারি হলেন মিয়া সোহেল

157

শরিফ হাসান, news39.net: দোহার উপজেলার জয়পাড়ার কৃতি সন্তান, জয়পাড়া পাইলট স্কুলের ব্যাচ -২০০০ এর সদস্য সোহেল মিয়া জার্মানির বায়ার্ন মিউনিখ শহরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি সেখানে একজন বিশিষ্ট হোটেল ব্যবসায়ী হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার জার্মানির বায়ার্ন মিউনিখ শহরের একটি রেস্টুরেন্টে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির গণ সংবর্ধণা অনুষ্ঠানে জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু ও সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী সাক্ষরিত প্যাডে আগামী ৩ বছরের জন্য নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

এতে রাশেল মাহমুদকে সভাপতি ও মো. সোহেল মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

মো. সোহেল মিয়া দোহার উপজেলার জয়পাড়া থানার মোড় এলাকার হারুন উর রশিদ ওরফে হারুন মেম্বারের বড় ছেলে।

উল্লেখ্য, মিয়া সোহেল জয়পাড়া পাইলট স্কুলের ব্যাচ – ২০০০ এর একজন সক্রিয় সদস্য এবং news39.net এর একজন শুভাকাঙ্ক্ষী।

আপনার মতামত দিন