সর্বশেষ সংবাদ

ঈদুল ফিতরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনটি জামাত, ২৪ বন্দির মুক্তি

ডেস্ক রিপোর্টঃ ঢাকার অদূরে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুটি জামাত কারাগারের স্টাফদের জন্য এবং একটি জামাত কারাবন্দিদের জন্য নির্ধারিত হয়েছে। পাশাপাশি সারা দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, কারাগারে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ১০টায় কারাগারের স্টাফদের জন্য অনুষ্ঠিত হবে। এছাড়া, বন্দিদের জন্য সকাল ৮টায় কারাগারের মাঠে পৃথক একটি জামাতের আয়োজন করা হয়েছে।

প্রতিবারের মতো এবারও ঈদের দিন কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে বন্দিদের জন্য বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া, বন্দিরা ঈদের দিন স্বাভাবিক নিয়মের চেয়ে পাঁচ মিনিট বেশি সময় ধরে ফোনে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। স্বজনদের সঙ্গে দেখা করার অনুমতি থাকলেও, ঈদের দ্বিতীয় দিন তারা বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসতে পারবেন।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ২২ জন বন্দিকে ৫৭৯ ধারার আওতায় সরকারের নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া, ভালো আচরণ ও কর্মদক্ষতার জন্য আরও ২ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৫৭ জন, কাশিমপুর কারাগারে ৬২ জনসহ ঢাকা বিভাগে মোট ১২৫ জন ডিভিশনপ্রাপ্ত বন্দি রয়েছেন। ঈদ উপলক্ষে এই উদ্যোগ বন্দিদের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে।

দোহার-নবাবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে আবু আশফাকের মতবিনিময়

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সাথে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) উপজেলার কলাকোপা এলাকায় খন্দকার আবু আশফাকের নিজ বাড়িতে এ আয়োজন করা হয়।

সভায় খন্দকার আবু আশফাক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, মাদক নির্মূল, নেতাকর্মীদের অন্যায় অপকর্ম রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া, দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতকরণের বিষয়ে সাংবাদিকদের মতামত গ্রহণ করেন এবং উপরিউক্ত বিষয়গুলোর সমাধানে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের সমন্বয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহিদুল ইসলাম ডালু, সহ-সভাপতি শাহিনুর রহমান তুতি, দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, সহ-সভাপতি অলি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়াসহ দোহার ও নবাবগঞ্জের অন্যান্য সাংবাদিক।

বাংলাদেশে এক বিরল প্রজাতির হাঁস “ম্যান্ডারিন হাঁস”

নিউজ ডেস্কঃ প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি ম্যান্ডারিন হাঁস (Mandarin Duck)। সাধারণত পূর্ব এশিয়ার নদী, হ্রদ ও জলাভূমিতে বিচরণকারী এই রঙিন হাঁসটি বাংলাদেশে অত্যন্ত বিরল। শীতকালে খাবারের সন্ধানে কিছু সংখ্যক ম্যান্ডারিন হাঁস বিভিন্ন দেশে পরিযায়ী হিসেবে আসে, তবে বাংলাদেশে এদের উপস্থিতি অত্যন্ত সীমিত।

নদী জলাভূমিতে বর্ণিল সৌন্দর্য

বিজ্ঞানীদের মতে, ম্যান্ডারিন হাঁসের (বৈজ্ঞানিক নাম: Aix galericulata) পুরুষ প্রজাতিটি রঙের এক অপূর্ব সংমিশ্রণ বহন করে। উজ্জ্বল কমলা, সবুজ, নীল ও সাদা পালকের অনন্য সাজ এদের পৃথিবীর অন্যতম সুন্দর হাঁসে পরিণত করেছে। অন্যদিকে, স্ত্রী ম্যান্ডারিন হাঁস তুলনামূলক কম উজ্জ্বল রঙের হলেও চেহারায় একটি আলাদা মাধুর্য বিদ্যমান।

 

বাসস্থান জীবনধারা

অধিকাংশ হাঁসের মতো পানির কিনারায় নয়, ম্যান্ডারিন হাঁস গাছের ফোকরে বাসা বাঁধে, যা এদের অন্যতম ব্যতিক্রমী বৈশিষ্ট্য। বিশেষ করে, এরা একগামী (Monogamous), অর্থাৎ একবার সঙ্গী নির্বাচন করলে সাধারণত সারা জীবন একসঙ্গে থাকে। এদের এই প্রেমময় আচরণের জন্য চীন ও জাপানের সংস্কৃতিতে ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয়।

 

সংরক্ষণ হুমকি

আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (IUCN)-এর লাল তালিকা অনুসারে, ম্যান্ডারিন হাঁসকে এখনো “Least Concern” বা কম বিপন্ন ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে, জলাভূমি ধ্বংস, বন উজাড় ও আবাসস্থলের সংকটের কারণে এদের সংখ্যা কমছে। বাংলাদেশে এদের টিকে থাকার সম্ভাবনা নিশ্চিত করতে পরিবেশবিদরা জলাভূমি সংরক্ষণ ও বনাঞ্চল রক্ষার ওপর জোর দিচ্ছেন।

পরিবেশ সংরক্ষণে করণীয়

পরিবেশবিদরা বলছেন, দেশের জলাভূমি ও বনাঞ্চল রক্ষা করা হলে এই বিরল প্রজাতির হাঁস ভবিষ্যতে বাংলাদেশে আরও দেখা যেতে পারে। এ লক্ষ্যে—

✔ জলাভূমি সংরক্ষণে সচেতনতা বাড়ানো দরকার।

✔ বন উজাড় বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

✔ পরিযায়ী পাখিদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।

পরিবেশবিদ ও বন্যপ্রাণী গবেষকরা মনে করছেন, বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ধরনের বিরল প্রজাতির পাখি আমাদের দেশের প্রাণবৈচিত্র্যের গুরুত্ব বাড়িয়ে তুলবে বলে তারা আশাবাদী।

দোহারে আল-মদিনা জামে মসজিদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর গ্রামে অবস্থিত মাহমুদপুর আল-মদিনা জামে মসজিদের উদ্যোগে ও স্থানীয় যুব সমাজের সহযোগিতায় এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ রমজান) ২১ মার্চ, এলাকার সকল শ্রেণির মানুষের অংশগ্রহণে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত যুব সমাজ জানান, ভবিষ্যতে সমাজের কল্যাণে যেকোনো ভালো উদ্যোগ গ্রহণের পাশাপাশি মানবকল্যাণমূলক কাজে সহায়তার হাত বাড়িয়ে দিতে তারা সদা প্রস্তুত থাকবে।

এসময় আল-মদিনা জামে মসজিদের ইমাম মাওলানা জাহাঙ্গীর বিশেষ দোয়া পরিচালনা করেন, যেখানে ইফতারের পূর্ব মুহূর্তে গাজাসহ বিশ্বের সব মুসলমানদের জন্য শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

দোহার-নবাবগঞ্জ আর্টিস্ট’স গ্রুপের উদ্যোগে ইফতার বিতরণ

নিউজ ডেস্কঃ সমাজ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দোহার-নবাবগঞ্জ আর্টিস্ট’স গ্রুপ। সংগঠনটির দেশি ও প্রবাসী সদস্যদের আর্থিক সহায়তায় দোহার ও নবাবগঞ্জের অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সংগঠনের সদস্যরা জানান, তারা শুধু শিল্প-সংস্কৃতি চর্চাতেই সীমাবদ্ধ নন; বরং জনকল্যাণমূলক কার্যক্রমেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান। ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনাকালে সংগঠনের এডমিন ও সদস্যরা বলেন, “সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও উচিত এমন মহতী উদ্যোগে এগিয়ে আসা, যাতে দরিদ্র মানুষ প্রয়োজনীয় সহায়তা পান।”

স্থানীয় বাসিন্দারা দোহার-নবাবগঞ্জ আর্টিস্ট’স গ্রুপের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও তাদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন। উল্লেখ্য, সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

রমজান যাদের জন্য রহমত বয়ে আনে

রমজানের রোজা আমাদের আত্মা পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার বার্তা দেয়। এটি আল্লাহর অফুরন্ত দয়া ও রহমতের মাস। এ মাস তাদের জন্যই রহমত বয়ে আনে, যারা আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস ও অটুট আস্থা রাখে এবং তাঁর ইবাদত-বন্দেগিতে মশগুল থাকে। মহানবী (সা.) এরশাদ করেন, ‘মুমিনদের জীবনে রমজানের চেয়ে অধিক কল্যাণকর কোনো মাস অতিবাহিত হয় না এবং মুনাফিকদের জীবনে রমজানের চেয়ে অধিক অনিষ্টকর কোনো মাস অতিবাহিত হয় না।’ (মুসনাদে আহমাদ)

আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যারা ইবাদত করার তাওফিক লাভ করে, তারাই এ মাসের অবর্ণনীয় রহমত লাভ করে। তাই তারা খুবই ভাগ্যবান। পক্ষান্তরে যারা এ মাসের বরকত থেকে বঞ্চিত, তাঁরা সবচেয়ে হতভাগা। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার পাপ ক্ষমা করাতে পারেনি, তার নাক ধুলায় ধূসরিত হোক!’ অর্থাৎ, সে ধ্বংস হোক! (জামিউল উসুল)

মনীষীরা বলেন, ‘নেক কাজের প্রাথমিক প্রতিদান হলো—এরপর আরও আমলের তাওফিক লাভ করা।’ রমজান তাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে, যারা রমজানের পরও আমলের ধারাবাহিকতা ধরে রাখতে পারে। রমজানের পর যদি ওয়াক্তমতো নামাজ পড়ার তাওফিক হয়, নফল রোজা রাখতে মন সায় দেয়, হালাল উপার্জনে মন সন্তুষ্ট থাকে, সুদ-ঘুষ ত্যাগ করার মানসিকতা তৈরি হয়, গিবত ও পরনিন্দা ত্যাগ করা সহজ হয়, তাহলে রমজান আপনার জীবনে আশীর্বাদ হিসেবে এসেছে।

১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

ডেস্ক রিপোর্ট : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। সফরকালে তিনি রোহিঙ্গা সংকট, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব এই সফর করছেন। প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

সফরের অংশ হিসেবে জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা পরিদর্শন করবেন এবং স্থানীয় জনগোষ্ঠী ও শরণার্থীদের সঙ্গে ইফতারেও অংশ নেবেন।

এছাড়া, ঢাকায় অবস্থানকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি সুশীল সমাজের তরুণ প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন, যেখানে মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় আসবে।

জাতিসংঘ মহাসচিবের সফরকালীন সময় রমজান মাস থাকায় তিনি সংহতির নিদর্শন হিসেবে রোজা রাখবেন এবং একটি বিশেষ ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তার এই সফর বাংলাদেশে রোহিঙ্গা সংকট এবং মানবাধিকার পরিস্থিতির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এটি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে, ২০২৩ সালে তিনি রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন।

কেরানীগঞ্জে অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার, মুক্তিপণের শিকার শ্রমিক উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ ঢাকার কেরানীগঞ্জে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত বেকারি শ্রমিক মো. আলাল মিয়াকে উদ্ধার করেছে ্যাব১০। ঘটনায় অপহরণ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে সৈকত সরকার (২৩),শিহাব রহমান সিন(২১),মোঃ সজিব (৩০),মোসাম্মৎ কুলসুম ২১),মোঃ রাসেল(৩০) মোঃ মেহেদী হাসান (২৮)

্যাব১০ জানায়, অপহরণকারী চক্রের নারী সদস্য মোসাম্মৎ কুলসুম প্রেমের সম্পর্ক গড়ে তোলে আলাল মিয়ার সঙ্গে। এরপর জানুয়ারি তাকে কৌশলে কেরানীগঞ্জে নিয়ে আটকানো হয় এবং মুক্তিপণের জন্য নির্যাতন করে ভিডিও পাঠানো হয় তার পরিবারের কাছে।

পরিবার প্রথমে ২০ হাজার টাকা বিকাশে পাঠালেও অপহরণকারীরা তাকে মুক্তি দেয়নি। পরবর্তীতে কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করলে ্যাব১০ অভিযান চালিয়ে গত বুধবার গভীর রাতে আলালকে উদ্ধার এবং ছয় অপহরণকারীকে গ্রেপ্তার করে। সময় একটি সিএনজি, মোটরসাইকেল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারী গণধর্ষণের শিকার, আটক ২

ডেস্ক রিপোর্টঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাঁও ঋষিপাড়ায় চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ দুই অভিযুক্তআশরাফুল ইসলাম সিয়াম জীৎ সরকারকে আটক করেছে। 

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে অভিমান করে চাঁদপুর থেকে ঢাকায় আসেন। পরে রাতে আশ্রয়ের প্রলোভনে চার যুবক তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দুই অভিযুক্তকে ধরে ফেলে, তবে বাকি দুইজন পালিয়ে যায়।

গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কেরানীগঞ্জে ৬ ছিনতাইকারী ও ডাকাত গ্রেপ্তার

ডেস্ক রিপোর্টঃ কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের কসাইভিটা, বেড়িবাঁধ, নামাবাড়ি, মান্দাঈলসহ বিভিন্ন এলাকায় সম্প্রতি ছিনতাই অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় পুলিশ তদন্ত অভিযান চালিয়েছে। এর অংশ হিসেবে রবিবার ( মার্চ) রাতে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন: . মো. রাব্বি (২৫) . রনি (৩৪) . মো. জাহাঙ্গীর (৩৪) . রাব্বি (২৫) . শুভ (২৪) . রোমান (৩০)

স্থানীয় বাসিন্দা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ছিনতাই ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তারা পথচারী যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত।

জিনজিরার বাসিন্দা রাসেল আহমেদ বলেন, “কসাইভিটা গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে ব্যবসায়ীরা নিয়মিত যাতায়াত করেন। সম্প্রতি এই এলাকায় রাতের বেলা ছিনতাই বেড়ে গিয়েছিল, যা আগে দেখা যায়নি।

একজন ব্যবসায়ী রানা পুলিশের এই অভিযানের প্রশংসা করে বলেন, “এই ছিনতাইকারীরা কয়েকদিন আগে এক ব্যক্তিকে রিকশা থামিয়ে চাপাতির কোপ দিয়ে টাকাপয়সা ছিনতাই করেছিল। পুলিশ তাদের গ্রেপ্তার না করলে এই অপরাধ আরও বেড়ে যেত।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, “কেরানীগঞ্জের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা কাজ করছে। সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় তদন্ত করে ছায়াতদন্তের মাধ্যমে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ২৫২

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বাহিনীতে ১৩ থেকে ২০তম গ্রেডে ২৫২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

১. পদের নাম: জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড ১৩)

২. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৭

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড ১৪)

৩. পদের নাম: স্টোর হাউসম্যান

পদসংখ্যা: ১০

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড ১৪)

৪. পদের নাম: স্টোর হাউস সহকারী

পদসংখ্যা: ৩

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড ১৪)

৫. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৬

বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড ১৪)

৬. পদের নাম: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড ১৪)

৭. পদের নাম: সহকারী এক্সামিনার

পদসংখ্যা: ৩

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড ১৪)

৮. পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড ১৪)

৯. পদের নাম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪

বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড ১৪)

১০. পদের নাম: নার্স

পদসংখ্যা: ৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড ১৪)

১১. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫৩

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড ১৬)

১২. পদের নাম: স্টোরম্যান

পদসংখ্যা: ২০

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড ১৬)

১৩. পদের নাম: জুনিয়র টাইম কিপার

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড ১৬)

১৪. পদের নাম: টেলিফোন অপারেটর

পদসংখ্যা: ৮

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড ১৬)

১৫. পদের নাম: মুয়াজ্জিন

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড ১৬)

১৬. পদের নাম: ডার্করুম টেকনিশিয়ান

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড ১৬)

১৭. পদের নাম: কম্পোজিটর

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড ১৬)

১৮. পদের নাম: মিডওয়াইফ

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড ১৬)

১৯. পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ৯

বেতন স্কেল: ৯,০০০-২১৮০০ (গ্রেড ১৭)

২০. পদের নাম: বাইন্ডার

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ৯,০০০-২১৮০০ (গ্রেড ১৭)

২১. পদের নাম: ট্রেসার

পদসংখ্যা: ৪

বেতন স্কেল: ৯,০০০-২১৮০০ (গ্রেড ১৭)

২২. পদের নাম: আয়া

পদসংখ্যা: ৩

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড ১৯)

২৩. পদের নাম: এমটি ক্লিনার

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড ১৯)

২৪. পদের নাম: ফায়ারম্যান

পদসংখ্যা: ১৪

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড ১৯)

২৫. পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২)

পদসংখ্যা: ১৬

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড ২০)

২৬. পদের নাম: লস্কর

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড ২০)

২৭. পদের নাম: ওয়ার্ডবয়

পদসংখ্যা: ৩

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড ২০)

২৮. পদের নাম: ফিল্ড হেলথ ওয়ার্কার

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড ২০)

২৯. পদের নাম: অদক্ষ শ্রমিক

পদসংখ্যা: ৪৯

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড ২০)

৩০. পদের নাম: খাকরব

পদসংখ্যা: ১৭

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড ২০)

৩১. পদের নাম: ওয়াসারম্যান

পদসংখ্যা: ২

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ (গ্রেড ২০)

৩২. পদের নাম: বারবার

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড ২০)

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট পাওয়া যাবে।

আবেদন ফি

১ থেকে ১৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৯ থেকে ৩২ নম্বর পদের জন্য ৫৬ টাকা। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইডের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

৫ এপ্রিল ২০২৫।

ঈদুল ফিতরে নতুন নোট বিনিময় স্থগিত করল বাংলাদেশ ব্যাংক

পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময়ের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকগুলোর শাখায় গচ্ছিত ফ্রেশ নোট বিনিময় না করে সংরক্ষণ করতে হবে এবং পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদন করতে হবে।

এর আগে ১৬ ফেব্রুয়ারি জানানো হয়েছিল, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় করা হবে। তবে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ঈদে নতুন টাকা বাজারে ছাড়া হবে না।

বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি এনসিপির

ডেস্ক রিপোর্ট : দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “কতদিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে পাবো, তার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে।র

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে এনসিপির আয়োজনে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই বক্তব্য দেন।

নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, “আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐকমত্য পোষণ করুন, আমরাই আপনাদের নির্বাচন করার ব্যবস্থা করে দেবো।”

তিনি আরও বলেন, “আমরা প্রধান উপদেষ্টাসহ যেসব উপদেষ্টাকে সরকারের ক্ষমতায় বসিয়েছি, তাদের কাছ থেকে জবাব চাইবো—আমাদের সংস্কার কতটা বাস্তবায়িত হলো।”

এনসিপির আহ্বায়ক বলেন, “জুলাই-আগস্টের গণহত্যায় শহীদ পরিবারের অনেকে মামলা করেছেন। তাদের বিচার করা ছাড়া যদি কোনো দল নির্বাচনে আসে, তবে কে বলবে সেই দল আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না?”

তিনি আরও দাবি করেন, “ফ্যাসিস্ট সংবিধান ব্যর্থ প্রমাণিত হয়েছে। তাই গণপরিষদ নির্বাচন প্রয়োজন। জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে একটি নতুন সংবিধান জাতিকে উপহার দিতে চাই।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে দ্রুত রাজপথে নামবো। জনগণের আকাঙ্ক্ষা পূরণে এনসিপি সর্বোচ্চ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী ও উওরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।

স্ত্রী-ছেলেসহ সালমান এফ রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার স্ত্রী সৈয়দা রুবাবা রহমান, ভাই আহমেদ সোহাইল ফসিহুর রহমান, ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং আহমেদ সোহাইলের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, দুদকের পক্ষ থেকে সালমান এফ রহমানসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি এবং বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।

সালমান এফ রহমানের বিদেশের সম্পদ জব্দ, কোম্পানির শেয়ার অবরুদ্ধ

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ জব্দ করেছেন আদালত। একই সঙ্গে বিদেশি দুটি ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে সালমান এফ রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, সুষ্ঠু তদন্তের স্বার্থে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়েছে, সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে।

অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ অন্যদের নামে ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া যায়।

আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা এসব ব্যাংক হিসাবগুলো হস্তান্তর/স্থানান্তর/রূপান্তরের চেষ্টা করছেন। এতে সফল হলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমানের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

গত ২৪ ফেব্রুয়ারি সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও তার সহযোগীদের নামে থাকা ৩৭২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৫৫ কোটি ৬ লাখ ৪৭ হাজার ১১৭ টাকা রয়েছে। গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।