৭১ এর চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে: সালমা ইসলাম

573
৭১ এর চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে

৭১ এর চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন ঢাকা ১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম। মহান বিজয় দিবস উপলক্ষে দোহার উপজেলা প্রশাসন আয়োজিত জয়পাড়া মডেল স্কুলের মাঠে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

দোহার উপজেলা পরিষদের নির্বাহী নুরুল করিম ভুঁইয়ার সভাপত্বিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সালমা ইসলাম বলেন, দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একটা মহল দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে মোকাবেলা করতে হবে মন্তব্য করেন সালমা ইসলাম। এসময় দোহারের বাহ্রা-অরঙ্গাবাদ বাঁধকে নিজের একক কৃতিত্বে সম্ভব হয়েছে বলে দাবি করেন সালমা ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আই জি আর খান আব্দুল মান্নান, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, দোহার মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব মোল্লা।

আপনার মতামত দিন