প্রধানমন্ত্রী কথা দিয়েছেন ২৪০ কোটি টাকা নদী ভাঙনরোধে দেবেন: সালমান রহমান

424

এই সরকার আওয়ামী লীগের সরকার, সারা দেশে আওয়ামী লীগের একক বিজয় অথচ এই দোহারের এমপি একজন জাতীয় পার্টির, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির। প্রধানমন্ত্রী আমাকে দোহারের মানুষ হিসাবেই চিনে। কিন্তু যখনই দোহারের প্রশাসন নিয়ে আর রাজনীতি নিয়ে কথা হয তখনই আমি লজ্জা পাই, বলেছেন সালমান এফ রহমান

তাই দোহারের প্রশাসনে আওয়ামী লীগ আনতে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব তুলে দিয়েছেন। আর সেই সাথে এই অঞ্চলের আওয়ামী লীগকে সুসংহত করে এই উপজেলার চেয়ারম্যান হিসাবে আলমগীর হোসেনকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করতে আমি এসেছি। শনিবার রাইপাড়া ইউনিয়নের বৌবাজার এলাকার পথ সভায় প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এই কথা বলেন।

আপনার মতামত দিন