সড়কে ঘুরে ঘুরে মাহবুবুর রহমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

80

দোহারে ঢাকা জেলা পরিষদের পক্ষ হতে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছেন ঢাকা জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বৃহস্পতিবার সকাল থেকে দোহার উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান news39.net কে বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমার নিজ উপজেলার জনসাধারণ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর অভাবে ভুগবে, সেটা আমি মানতে পারি না। তাই, সকাল থেকে ঢাকা জেলা পরিষদের পক্ষ হতে ৫০ জননের মাঝে এসব সামগ্রী বিতরণ করেছি। এতে রয়েছে একটি হ্যান্ড স্যানিটাইজার, একটি সাবান, দুটি মাস্ক এবং একটি তরল স্যাভলন।

তিনি বলেন, দোহার প্রশাসনকেও ২০টি স্বাস্থ্যসেবা প্যাকেট দিয়েছি।তাদেরকে ধন্যবাদ জানাই কারণ করোনার শুরু থেকে তারা মাঠে পর্যায়ে কঠোর পরিশ্রম করে চলেছে। ঢাকার প্রতেকটি উপজেলায় ৫০০টি স্বাস্থ্য সুরক্ষা সেবার প্যাকেট শীঘ্রই বিতরণ করা হবে।

আপনার মতামত দিন