স্বয়ংক্রিয়ভাবে খুলবে পদ্মার টোলের দরজা

470

টোল দেওয়ার জন্য গাড়ি নিয়ে দাঁড়াতে হবে না। স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে টোল প্লাজার দরজা। এ পদ্ধতি চালু করা হবে পদ্মা সেতুর টোল প্লাজায়। দুটি টোল প্লাজার ১২টি কক্ষের মধ্যে ৬টিতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হবে। টোল আদায়ে শরীয়তপুরের জাজিরার নাওডোবা ও মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় দুটি টোল প্লাজা নির্মাণ করা হয়েছে।

দুটি টোল প্লাজায় ছয়টি করে বুথ নির্মাণ করা হয়েছে। এর তিনটি স্বয়ংক্রিয় পদ্ধতির। আর তিনটি মানুষ চালিত ডিজিটাল পদ্ধতির।

স্বয়ংক্রিয় বুথগুলোর একটিতে রয়েছে ৫০ মিটার দূর থেকে দরজা খুলে যাওয়ার পদ্ধতি। এ সেবা নিতে চাইলে গাড়িতে একটি যন্ত্র (ডিভাইস) স্থাপন করতে হবে। যন্ত্রে একটি কার্ড দেওয়া হবে। কার্ডে টোলের অর্থ রিচার্জ করতে হবে। এরপরই গাড়ি টোল প্লাজায় ৫০ মিটার দূরে থাকতেই খুলে যাবে দরজা।

দুটিতে রয়েছে কার্ড পাঞ্চের পদ্ধতি। গাড়ির চালকেরা নির্ধারিত স্থান থেকে কার্ড সংগ্রহ করে রিচার্জ করে রাখবেন। ওই কার্ড টোলপ্লাজার যন্ত্রে পাঞ্চ করলেই গাড়ি নিয়ে চলে যেতে পারবেন।

আপনার মতামত দিন