শিলাকোঠায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

1466

দোহারের শিলাকোঠায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল ১৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে দোহার উপজেলার শিলাকোঠা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে নাসিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধু প্রয়োজনীয় কাজ শেষে ব্যাটারিচালিত ইজিবাইকে করে জয়পাড়া থেকে বাড়ি ফিরছিলেন । এ সময় নাসিমার গলায় থাকা ওড়ানটি ইজিবাইকের চাকায় পেঁচিয়ে ফাঁস লেগে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । সে দোহারের আন্তা গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

এ বিষয়ে দোহার থানার উপ-পরিদর্শক মো. জামিল নিউজ৩৯ কে জানান, “কোনঅভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে”।

আপনার মতামত দিন