নবাবগঞ্জে ডিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

344

নবাবগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন চিকিৎসক, নার্স ও মাঠকর্মীদের জঙ্গি তৎপরতারোধে ভূমিকা রাখার আহবান জানান। সভাশেষে তিনি নবাবগঞ্জকে দুই থানায় বিভাজন প্রক্রিয়া, ফায়ার সার্ভিসের স্থান নির্ধারণ, উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক ছাউনি ও পেনশনার শেড উদ্বোধন, উপজেলার শ্রেষ্ঠ গ্রাম পুলিশকে পুরস্কৃতসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। তাছাড়া বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন এবং তাদের সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা করেন। জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. এহসানুল করিম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন মুন্নী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহ্‌জালাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল আমীন, সমাজ সেবা কর্মকর্তা আব্দুস সালাম, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা মো. ইউসুফ, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল প্রমুখ।

আপনার মতামত দিন