দোহারে রাইপাড়ার দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

326

বুধবার দুপুরে ঢাকার দোহার উপজেলায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অপরাধে রজ্জব আলী টেনা (৪৪) ও রমজান আলী (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার রাইপাড়া ইউনিয়নের রাইপাড়া গ্রামের ঈসমাইল খাঁর ছেলে রজ্জব আলী টেনা (৪৪) ও নরসিংন্দী জেলার রাইপুড়া উপজেলার রাজবাড়ি গ্রামের নকল উদ্দিনের ছেলে ট্রাক ড্রাইভার রমজান আলীকে (২৫) কে গাজাঁসহ আটক করে দোহার থানা পুলিশ।

দুপুরে তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপার আদালতে প্রেরণ করা হলে তিনি রজ্জব আলী টেনাকে এক মাসের ও রমজান আলীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেণ।

আপনার মতামত দিন