এবার রমজানে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন হবে- দোহার পল্লীবিদ্যুৎ এর নতুন ডিজিএম

366

আসন্ন রমজান মাস উপলক্ষে দোহারে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন হবে বলে জানিয়েছেন দোহার পল্লী বিদ্যুৎ এর নব নিযুক্ত ডিজিএম মোঃ আব্দুল লতীফ। রংপুর পল্লী বিদ্যুৎ অফিসের সাবেক এই কমকর্তা নিউজ ৩৯কে জানান আগামী মাস থেকে দোহারে লোডসেডিং এর হার অনেক কমে যাবে। এবং লাইন আপগ্রেডিং এর জন্য বর্তমানে দোহারে বিদ্যুৎ এর যে সমস্যা দেখা দিয়েছে তা এই সপ্তাহের মধ্যে দূর হয়ে যাবে বলে তিনি জানান।

১৭ মেগাওয়াটের বিপরিতে দোহারে বর্তমানে ১২ থেকে ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ হয় বলে জানিয়ে তিনি বলেন এবারের রমজানে জাতীয় গ্রেডে কোন রকম বিপর্যয় না ঘটলে সেহেরী ও ইফতারের সময় এবার দোহার বাসী বিদ্যুৎ পাবে।

আগামী ১ জুলাই থেকে নতুন বিদ্যূৎ সংযোগ দেয়া হবে বলে উল্লেখ করে তিনি বলেন এবারের এই কার্যক্রমে সবগুলো আবেদকারীকেই বিদ্যূৎ সংযোগ দেয়া বলে তিনি নিউজ৩৯ কে নিশ্চিত করেছেন।

আপনার মতামত দিন