রপ্তানিতে জাতীয় স্বর্ণপদক পেলো বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকস

74

বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ও শাইনপুকুর সিরামিকসহ ৭৩টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি পুরস্কার দিয়েছে সরকার। ২০২০-২১ অর্থবছরের রপ্তানির জন্য এই সম্মাননা দেওয়া হয়।
রাজধানীর ওসমানি স্মৃতি মিলায়তনে বুধবার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এই রপ্তানি ট্রফি ও সনদ তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় ২০৩০ সালের মধ্যে একশ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যের কথাও জানান তিনি। রপ্তানি খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৭৩ প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হয়। এর মধ্য সিরামিক খাতে শাইনপুকুর সিরামিক ও ফার্মাসিউটিক্যালসের বেক্সিমকো ফার্মাসহ ২৮ প্রতিষ্ঠানকে স্বর্ণ পদক দেওয়া হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাবে ২০২২-২৩ অর্থ বছরে পণ্য ও সেবা খাতে রপ্তানি আয় এসেছে ৬৩ দশমিক ০৫ বিলিয়ন ডলার।

আপনার মতামত দিন