ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার রাত ১০টায় যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। যন্ত্রাইল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন যন্ত্রাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নন্দলাল সিং এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুজ্জামান হিরন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।
সালমান এফ রহমান বলেন, আর দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন। আমাদের প্রত্যেকে আওয়ামী লীগের দুর্বল জায়গা চিহ্নিত করতে হবে। সেসব স্থানে সাধারণ ভোটারদের আওয়ামী লীগের উন্নয়ন তুলে ধরতে হবে। তাদের বুঝিয়ে, ভালোবাসার মাধ্যমে নৌকার ভোট আদায় করতে হবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। অনুষ্ঠানে প্রথমার্ধে সভাপতিত্ব করেন যন্ত্রাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএইচ মৃধা গিনি।
সম্মেলনের উদ্বোধক ও দ্বিতীয়ার্ধে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত। অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী শওকত শাহীন, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, বিশেষ বক্তা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ড. সাফিল উদ্দিন মিয়া। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য- ডা. বাবুল, মো. ইব্রাহিম খলিল প্রমুখ।