মুকসুদপুরে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

643
মুকসুদপুর যুবলীগ

মুকসুদপুর ইউনিয়নের নারিশা পূর্ব-চর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মুকসুদপুর আওয়ামী যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

যুবলীগের এই সম্মেলনের উদ্ভোদন করেন দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দীন(ভিপি আলমাস),অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ,।অনুষ্ঠানের সভাপত্বিত করেন মুকসুদপুর ইউনিয়নের যুবলীগের আহবায়ক মাহাবুব রেজা।

এ সময় উপথিত ছিলেন,সাবেক গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান,ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনি: সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা যুবলীগের সিনি: সহ-সভাপতি সালাউদ্দিন দরানি, দোহার উপজেলা  আলমগীর হোসেন, কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক সুরুজ আলম,দোহার উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজিব শরিফ, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আওলাদ হোসেনসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

পরে নব্বইজন কাউন্সিলরের প্রতক্ষ্য ভোটের মাধ্যমে ৬৪ ভোটে হাফিজুর রহমান রনি সভাপতি এবং ২৮ ভোট পেয়ে রুবেল হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হন।

আপনার মতামত দিন