নবাবগঞ্জের ভাঙ্গাপাড়া গ্রামের ব্রিজটির বেহাল দশা প্রায় ৩ বছর । প্রতিদিন ব্রিজটি দিয়ে চার থেকে পাঁচ হাজার লোক ঝুঁকির মধ্য দিয়ে চলাচল করছে। এলাকাবাসী জানায়, ২০০২ সালে ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের পাঁচ বছর পর ব্রিজের দুপাশের রেলিং ধীরে ধীরে ভেঙে পড়ে। এরপর আর ব্রিজটি সংস্কার করা হয়নি।
স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া জানান, কিছুদিন আগে মারুফ নামে ৪ বছরের এক শিশু ব্রিজ থেকে পড়ে আহত হয়। বারুয়াখালী ইউনিয়নের কৃষক নেতা মো. আলি বলেন, ব্রিজটি দিয়ে প্রতিদিন অসংখ্য রিক্সা, ভ্যান, ইজিবাইক, বাইসাইকেল চলাচল করে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
আপনার মতামত দিন