বেপারোয়া ড্রাইভং; পঙ্গুত্বের পথে দুই কিশোর

903
বেপারোয়া ড্রাইভং; পঙ্গুত্বের পথে দুই কিশোর

ঢাকার দোহার উপজেলার চর কুশাইতে মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে ৫ কিশোর আহত হয়েছে। শুক্রবার বিকালে ৪ টায় এ ঘটনা ঘটে। আহত পাচ কিশোরের মাঝে দুই জন চিরস্থায়ী পঙ্গুত্বের পথে বলে নিশ্চিত হওয়া গেছে। আহত কিশোরেরা হলো চরকুশাইয়ের সজীব(১৭); পিতা লিটন, রাহাদ(১৫); পিতা শফিউদ্দিন, লিটন(১৯);পিতা কাসেম খান, শামীম(১৬);পিতা শাহিন তালুকদার, মধুরচরের তুষার(১৭);পিতা সারজাহান। এদেরকে গুরুতর অবস্থায় জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কত্যর্বরত চিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ৪টায় দিকে চরকুশাই এলাকায় এই দূর্ঘটনা ঘটে। তারা জানায় যে কিশোরদের বেপোরোয়া ড্রাইভিং এর কারনেই এই দূর্ঘটনা ঘটেছে। রাস্তায় তাদের আঁকাবাঁকা ড্রাইভিং র কারনে তাদের মটর সাইকেলের নিজেদের নিজেদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে একজনের দেহ থেকে পা ও আরেক জনের দেহ থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

আপনার মতামত দিন