সুতারপাড়ায় বেকার যুবকের আত্মহত্যা

227

ঢাকার দোহার উপজেলায় মো. ওবায়দুল (২২) নামে এক যুবক গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার বিকালের দিকে উপজেলার সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুল ঐ গ্রামের করম আলী ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওবায়দুল দীর্ঘ দিন যাবত বেকার জীবনযাপন করছিল। এবিষয়ে তার পরিবারের লোকজন প্রায়ই তাকে বকাঝকা করতো। শুক্রবার পরিবারের সাথে অভিমান করে বসত ঘরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দোহার থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিডফোর্ট হাসাপাতাল মর্গে প্রেরণ করা হবে।

আপনার মতামত দিন