বিশ্বের শীর্ষ ৩য় চিন্তাবীদ বাংলাদেশের মেরিনা তাবাসসুম

951

বিশ্বের শীর্ষ ৩য় চিন্তাবীদ হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মেরিনা তাবাসসুম। যুক্তরাজ্য-ভিত্তিক সাময়িকী প্রসপেক্ট সাময়িকীতে বলা হয়েছে, ব্যবহারিক ধারণা ও চিন্তা সম্পর্কে অজানা প্রশ্নের উত্তর দিতে মানুষের মাঝে উপলব্ধি তৈরির চেয়ে জরুরি কিছুই নেই। প্রকৃতির সাথে মিল রেখে ভবন তৈরিতে বাংলাদেশি স্থপতি তাবাসসুম তার তৈরি নকশাগুলোতে আমরা সম্মিলিতভাবে পৃথিবীর কী করে যাচ্ছি তার চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন।

তৃতীয় স্থান পাওয়া মেরিনা তাবাসসুম সম্পর্কে বলা হয়েছে, ‘তিনি মনোনিবেশ করেছেন এক বাস্তব সমস্যার দিকে। আর সেটি হলো জলবায়ু পরিবর্তন। এর ফলে পানির উচ্চতা বৃদ্ধি পেলে সে উপযোগী ঘরবাড়ি তৈরির নকশা করেছেন।’

সুলতানি যুগের আদলে পোড়ামাটির ইটের তৈরি স্থপতি মেরিনা তাবাসসুমের বায়তুর রউফ মসজিদটিকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য এমনভাবে তৈরি করা যাতে পানি আসলে এটি ভেসে থাকতে পারে।

মসজিদটির নকশা তৈরির জন্য স্থাপত্য পুরস্কারের অন্যতম প্রাচীন ও সম্মানজনক পুরস্কার আগা খান অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।

ঢাকার দক্ষিণখানে বায়তুর রউফ নামের একটি শৈল্পিক নকশার মসজিদের জন্য ২০১৮ সালে স্থপতি হিসেবে জামিল প্রাইজ পান মেরিনা তাবাশ্যুম। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশাকৃত এ মসজিদ ২০১২ সালে ঢাকায় নির্মিত হয়।

আপনার মতামত দিন