গত মঙ্গলবারের কাল বৈশাখী ঝড়ের পর এখনও স্বাভাবিক হয় নি দোহারের সর্ব পশ্চিমের ইউনিয়ন নয়াবাড়ির বিদ্যুৎ ব্যবস্থা। গত ৭২ ঘন্টা ধরে বিদ্যুৎ বিহীন এক অসহ্য জীবন যাপন করছে এই ইউনিয়ন বাসী। নবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ এর অফিস বারবার যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না বিদ্যুৎ আসার কোন আশ্বাস।
গত মঙ্গলবার ঝড়ে দোহার নবাবগঞ্জের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই দুই উপজেলার মানুষ। অতি দ্রুত বিদ্যুৎ লাইন ঠিক করার থাকলেও দোহার ও নবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস ঢিমে তালে ঠিক করছে বৈদ্যুতিক সংযোগ। ফলে কাল দুপুরে দোহারের জয়পাড়া বাজারে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয়েছে। এছাড়া আজ সকালে দোহারের কুসুমহাটিসহ অন্য সব ইউনিয়নে বিদ্যুৎ লাইন ঠিক হলেও এখনও ঠিক হয়নি নয়াবাড়ি ইউনিয়নে।
এ ব্যাপারে নবাবগঞ্জ ও দোহারের পল্লী বিদ্যুৎ এর সাথে যোগাযোগ করলে তারা তাদের লোকবল সংকটের কথা বলে বিষয়টা এড়িয়ে যান।