বারুয়াখালীতে একরাতে ৫ বাড়িতে চুরি

263

মো:শামীম, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের নবগ্রাম এলাকায় একরাতে ৫ বাড়িতে চুরি সংঘটিত হওয়ার ঘটনা ঘটেছে।

গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে  চুরি ঘটনা ঘটে। নবগ্রাম এলাকার হোসেন মল্লিকের বসতঘরে ঢুকে ঘরে থাকা দুইজোড়া নুপুর, ৭ ভরি রুপা চুরি করে নিয়ে যায়। সেই সাথে একজোড়া বিদেশী জুতা নিয়ে যায় চুরি করে; একই এলাকার মুদি দোকানদার আজাদের  মুদিদোকানের পাটাতন ভেঙ্গে ভিতরে থাকা সিগারেট ও নগট টাকা; নবগ্রাম পূর্বপাড়া এলাকার রমজান আলীর বসতঘরে থাকা দুইটি দামী মোবাইলসেট একই সময় প্রতিবেশী রাজিব মল্লিকের দামিমোবাইল ফোনসহ টর্চলাইট; একই এলাকার জালালের বাড়ি থেকে কাপড়চোপড় চুরি করে নিয়ে যায়।

আপনার মতামত দিন