বইমেলায় তারকাদের নতুন বইয়ের ঝলক

8

রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে শুরু হয়েছে অমর একুশে বইমেলা-২০২৫। এই বছরের মেলায় পাঠকদের আকর্ষণের প্রধান কারণ হল শোবিজ অঙ্গনের তারকাদের নানা ধরনের বই প্রকাশনা।

আবুল হায়াত তার আত্মজীবনী ‘রবি পথ’ দিয়ে বইমেলায় হাজির, অপরদিকে মামুনুর রশীদ এর ‘ঘটনা সত্য, সত্য নয়’ প্রবন্ধ সংকলন পাঠকদের চিন্তায় জাগিয়ে তুলেছে। চিকিৎসক ও অভিনেতা ডা. এজাজুল ইসলাম এবার হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধার স্বরূপ ‘হুমায়ূন স্যার-এর চোখে জল’ ও ‘হুমায়ূন স্যার-এর শুটিং’ নামে দুটি বই নিয়ে এসেছে।

নাট্য অভিনেতা ফারুক আহমেদ ‘হাউ মাউ খাও’ বইটি মিজান পাবলিশার্স থেকে প্রকাশ করেছেন, আর সংগীতশিল্পী ফাহমিদা নবী তার জীবনের ঘটনাবলি নিয়ে ‘ফাহমিদা নবীর ডায়েরি’ বইটি শব্দশিল্প প্রকাশনী থেকে উপস্থাপন করেছেন।

এছাড়াও, ফারজানা ছবি, আশনা হাবিব ভাবনা, সুষমা সরকার, শানারেই দেবী শানু, সাজিয়া সুলতানা পুতুল ও অধরা জাহান সহ আরো অনেক তারকা তাদের নতুন লেখা বই নিয়ে উপস্থিত হয়েছেন। সাথে থাকছেন সংগীতশিল্পী ও অভিনেতা জুনায়েদ ইভান, জয় শাহরিয়ার, ওয়ালিদ আহমেদ, শিবা আলি খান, কোহিনূর আলম ও লুৎফর হাসান – যারা তাদের নিজস্ব ধারায় বইমেলায় পাঠকদের মন জয় করেছেন।

বইমেলা ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, যেখানে বিভিন্ন প্রকাশনী ও তারকারা সাহিত্যপ্রেমীদের জন্য নতুন নতুন অভিজ্ঞতা উপস্থাপন করছেন।

আপনার মতামত দিন