ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় আক্রান্ত দোহার নবাবগঞ্জ

295

বাংলাদেশ বিশ্বকাপে না থাকলেও ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পিছিয়ে নেই এই দেশের সাধারন মানুষ। সারা দেশের মতো দোহারেও লেগেছে বিশ্বকাপের হাওয়া। প্রতিবার প্রিয় দলের সামর্থন পতাকার ভিতরে সীমাবদ্ধ থাকলেও এবার শুধু তা পতাকার ভিতরে আটকে নেই। এবার পতাকার পাশাপাশি স্থান করে নিয়েছে ডিজিটাল ব্যানার। গ্রামে গ্রামে পতাকার পাশাপাশি ডিজিটাল ব্যানারের আধ্যিক্য এবার চোখে পড়ার মতো।

সারা দেশের মতো বিশ্বকাপ জোয়ারে ভাসছে দোহার উপজেলাও। উপজেলার প্রায় বাড়িতেই উড়ছে প্রিয় দলের পতাকা। সামর্থনের দিক থেকে আর্জেন্টিনার পতাকাই বেশি চোখে পরে। পিছিয়ে নেই ব্রাজিল ভক্তরাও, তারাও আর্জেন্টিনার ভক্তদের সাথে পাল্লা দেয়ার জন্য তৈরী। তারা উড়াচ্ছে পতাকা। প্রতিযোগীতা হচ্ছে কে কার চেয়ে কত বড় পতাকা বানাতে পারে। শুধু পতাকার ভিতরেই আটকে নেই, শুরু হয়েছে ডিজিটাল ব্যানার তৈরীর প্রতিযোগীতা। নিজেদের নাম ছবি সহ ব্যানার তৈরী করে এলাকার ব্যস্ততম রাস্তা বা বাজারের টানানো হচ্ছে এই ব্যানার। সেই সাথে প্রিয় দলের খেলার দিন খিচুরী বা কেক কাটার রেওয়াজও শুরু হইছে এবারের বিশ্বকাপে। তাছাড়া বড় পর্দায় প্রজেক্টরের সাহায্যেও দেখা হচ্ছে প্রিয় দলের ম্যাচ। সব মিলিয়ে ফুটবল জ্বরে ভুগছে দোহার বাসী।

আপনার মতামত দিন