ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫

13
ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এ ঘটনায় আহত আরও দুই শিশু চিকিৎসাধীন। খবর রয়টার্সের।

সোমবার (৩ জুলাই) রাতের ম্যাস শ্যুটিংয়ের ঘটনায় এ পর্যন্ত আটক করা হয়েছে দুইজনকে। সন্দেহভাজন হামলাকারীর বয়স ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, একটি বুলেটপ্রুফ জ্যাকেট পরে রাস্তায় এলোপাতাড়ি গুলি ছুঁড়ছিল ওই ব্যক্তি। তার কাছ থেকে একটি এআর স্টাইল রাইফেল ও একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। একটি পুলিশ স্ক্যানারও পাওয়া গেছে তার কাছে। ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। সম্পৃক্ততা সন্দেহে আটক করা হয়েছে আরও একজনকে।

এর আগে সোমবার রাতেই বাল্টিমোরের এক অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলিতে দু’জনের মৃত্যু ও ২৮ জন আহত হয়। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত ৩৪০টির বেশি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রে।

আপনার মতামত দিন