পাইকারি বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব গ্রাহক পর্যায়ে পড়বে না – বিদ্যুৎ প্রতিমন্ত্রী

31

বিইআরসির দাম বাড়ানোর ঘোষণার পর সোমবার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পাইকারি বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব এখনই গ্রাহক পর্যায়ে পড়বে না। তাই বিদ্যুতের দাম (পাইকারি মূল্যবৃদ্ধি) নিয়ে জনগণের এই মুহূর্তে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। গ্রাহক পর্যায়ে দাম বাড়বে কিনা সেটা নির্ভর করছে মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে।

এর আগে সোমবার পাইকারি (বাল্ক) বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বাড়িয়ে কিলোওয়াট ঘণ্টায় ৬.২০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগে এই দাম ছিল প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৫.১৭ টাকা।

আপনার মতামত দিন