পদ্মায় নিখোঁজ দুই বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

764

ঢাকার দোহারে পদ্মা নদীতে ডুবে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের ভাসমান লাশ পৃথক ভাবে উদ্ধার করেছে নৌ-পুলিশ।গত ১২ ফেব্রুয়ারি রবিবার রাতে মৈনটঘাট সংলগ্ন দুর্ঘটনাস্থলের পাশে ভাসমান অবস্থায় শাওন সরকার (২০) এবং আজ ১৩ ফেব্রুয়ারি সোমবার সকালে মিজানুর রহমান মিন্টুর (২২) মরদেহ উদ্ধার করা হয়। তারা একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র। জানা যায়,শাওন সরকার মানিকগঞ্জ সদর থানার রত্নাদিয়া গ্রামের নিতাই সরকারের ছেলে। একই দুর্ঘটনায় শাওনের সহপাঠী মিজানুর রহমান মিন্টু কুষ্টিয়ার মিরপুর উপজেলার আহাম্মদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

 

এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ নিউজ ৩৯ কে বলেন, “উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়”।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় দোহারের মৈনট ঘাট এলাকায় বাস যোগে ঘুরতে আসে ওই বিশ্ববিদ্যালয়ে ২৫/৩০ জন শিক্ষার্থী। শেষ বিকালে তারা পদ্মার চরে ফুটবল খেলছিলেন। খেলার একপর্যায়ে বল নদীতে চলে যায়। মিজানুর রহমান মিন্টু ও শাওন সরকারসহ চার শিক্ষার্থী বল তুলে আনতে গেলে নদীর স্রোতে দুজন ডুবে যায়। সহপাঠীরা তাদের খুঁজে না পেয়ে স্থানীয় প্রশাসনকে জানায়।

অন্য খবর  দোহারে নদীতে স্পীডবোটের সংঘর্ষে: নিহত ১

 

আপনার মতামত দিন