নয়াবাড়ি ইউনিয়ন মেম্বার নির্বাচনে ৭ ভোটের ব্যবধানে উকিল মজুমদার বিজয়ী

402

নয়াবাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচনে উকিল মজুমদার নির্বাচিত হয়েছে। বর্তমান মেম্বার বাচ্চু আহম্মেদ বিদেশ চলে যাওয়ায় এই ওয়ার্ডের মেম্বার পদটি খালি হয়। হাড্ডাহাড্ডি লড়াই এর এই নির্বাচনে মাত্র ৭ ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হন উকিল উদ্দিন মজুমদার। ভোটে উকিল মজুমদার ৪০৫ ভোট পান। তার নিকটতম প্রতিদন্দি ভারপ্রাপ্ত মেম্বার মুক্তার হোসেন ৩৯৮ ভোট পান। উকিল মজুমদার এর আগেও ১ বার মেম্বার নির্বাচন করে পরাজিত হন।

আপনার মতামত দিন