নবাবগঞ্জে যমুনা বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

356

নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমন উল্টে চালক মিঠুন (২৭) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিকে ঢাকা-দোহার সড়কের চালনাই ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। মিঠুন দোহার উপজেলার চর লটাখোলা এলাকার আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মিঠুন দোহারের জয়পাড়া বাজার থেকে নসিমন গাড়ীতে ডিলারের মুদি মালামাল নিয়ে নবাবগঞ্জের আসছিলেন। পথিমধ্যে মাঝিরকান্দা চালনাই ইটভাটা কাছে আসলে দোহারের বাহ্রা ঘাট থেকে গুলিস্তানগামী যমুনা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নসিমনকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গাড়ী উল্টে গিয়ে নসিমন চালক মিঠুন ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা মৃত নিশ্চিত হতে মিঠুনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিঠুনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আপনার মতামত দিন