নবাবগঞ্জে ট্রান্সফমার অভাবে বিদ্যুৎ পাচ্ছে না শতাধিক পরিবার!

386

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রান্সফমার অভাবে প্রায় শতাধিক পরিবার বিদ্যুৎ পাচ্ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ওভার লোডের দোহাই দিয়ে আবেদনের দুই বছর অতিবাহিত হয়ে গেলেও বিদ্যুৎ পাচ্ছেনা এই উপজেলার প্রায় শতাধিক পরিবার এমনটাই অভিযোগ এখানকার গ্রাহকদের।

উপজেলার গোবিন্দপুর গ্রামের সুবদ কুমার পাল বলেন, দীর্ঘ দুই বছর ধরে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছি কিন্তু অফিস ওভার লোডের দোহাই দিয়ে আমাকে সংযোগ দিচ্ছে না।

একই অভিযোগ উপজেলার হয়রত পুর গ্রামের মো. শহিদুল ইসলামের তিনি বলেন, ২৫ কে.বি ট্রান্সফমার নেই এই কথা বলে বিদ্যুৎ অফিস আমাকে দীর্ঘ ১ বছর যাবৎ অপেক্ষায় রাখছে। কিন্তু সংযোগ দিচ্ছে না।

এ-বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানাজার মো. রবিউল হোসেন বলেন, হরতাল-অবরোধের কারণে ঢাকা থেকে ট্রান্সফমার আনা যাচ্ছে না । তবে এ মাসের শেষের দিকে ট্রান্সফমার পরিবর্তন করে নতুন সংযোগ দেওয়া হবে।

আপনার মতামত দিন