নবাবগঞ্জে ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

617
নবাবগঞ্জে ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ছাতিয়া এলাকা থেকে ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ এসব জাল পুড়িয়ে ফেলা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাতিয়া ব্রিজে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহম্মেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জামানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এসব জাল ধ্বংসের নির্দেশ দেয়। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
এ সময় ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাইয়্যেদুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মো. ইব্রাহীম খলিল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন