নবাবগঞ্জে খন্দকার আবু আশফাকের বাড়ীতে পুলিশি অভিযান

1155

ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাকের বাড়িতে অভিযান চালিয়েছে নবাবগঞ্জ থানা। শনিবার রাতে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করে।

ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার আবু আশফাকের বাড়িতে পুলিশি অভিযানের নিন্দা জানিয়েছে ঢাকা জেলা বিএনপি। ঢাকা জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মনির হোসেন রানা তার ফেসবুক একাউন্টে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে এই প্রতিবাদ লিপি প্রকাশ করেন। প্রতিবাদ লিপিতে বলা হয়, শুধুমাত্র আসন্ন আন্দোলনকে কেন্দ্র করে এই গ্রেফতার ও পুলিশি অভিযান চালানো হয়েছে। যাতে জাতীয়তাবাদী কর্মীদের মাঝে ভয় ভীতি তৈরি করতেই এই অভিযান। তবে সব বাধা দূর করে বিএনপির আন্দোলন বাধাগ্রস্থ করা যাবে না।

আপনার মতামত দিন