নবাবগঞ্জে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে উপজেলা প্রশাসন

73

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ১জুলাই সকাল ৬.০০ ঘটিকা হতে ৭জুলাই ২০২১ খ্রি. তারিখ মধ্যরাত পর্যন্ত) মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন মাঠে নামে।

কার্যক্রম তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এইচ. এম. সালাউদ্দীন মনজু। এসময় তিনি বলেন, উপজেলা প্রশাসনের অভিযান চলছে। ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনা মোকাবেলায় সহযোগিতা করুন।অপ্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। নিজে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখতে সহযোগিতা করুন। সরকারি নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) জনাব অরুন কৃষ্ণ পাল, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সিরাজুল ইসলাম শেখ সহ নবাবগঞ্জ থানা পুলিশ, আনছার, সেনাবাহিনী ও বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর সদস্যগণ।

আপনার মতামত দিন