নবাবগঞ্জে আগুনে পুড়ল কুরবানীর গরু

215

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে মারা গছে কৃষকের ৬টি গরু। শুক্রবার গভীর রাতে উপজেলার কৈলাইল ইউনিয়নের মাতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, শুক্রবার গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত কৃষক জহির উদ্দিনের বাড়ির উত্তর পাশের  গোয়ালঘরে অগ্নিসংযোগ করে। রাত দেড়টার দিকে বাড়ির লোকজন বিষয়টি টের পায়। তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় ঘরে থাকা কোরবানির জন্য কেনা দুটি ষাঁড়সহ ছয়টি গরু আগুনে পুড়ে মারা যায়।

জহির উদ্দিন জানান, “পরিকল্পিতভাবে একটি মহল আমাকে ক্ষতিগ্রস্ত করতে এ কাজ করেছে।“ ৬টি গরুর মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে তিনি দাবি করেন। এছাড়া পুরো ঘরটিও আগুনে পুড়ে গেছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন