নবাবগঞ্জে অগ্রণী ব্যাংকের গ্রাহক পুরস্কার বিতরণ

708

ঢাকার নবাবগঞ্জে এক্সপ্রেস মানির মাধ্যমে প্রেরিত সর্বোচ্চ রেমিন্ট্যান্স আহরণকারী লটারি বিজয়ী গ্রাহককে পুরস্কৃত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।

অগ্রণী ব্যাংক নবাবগঞ্জ (কলাকোপা) শাখা এর আয়োজন করে। শাখা ব্যবস্থাপক এএফএম শহীদুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের দক্ষিণ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান একেএম শামীম রেজা। বিশেষ অতিথি ছিলেন ফরেন রেমিট্যান্স ডিভিশন প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শ্যামল চন্দ্র সরকার, এক্সপ্রেস মানি ঢাকা রিজিওনের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পাইক ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন, নবাবগঞ্জ পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সফল কিষাণি মায়া রানী বাউল প্রমুখ

আপনার মতামত দিন