নবাবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন : ইব্রাহীম সভাপতি, আজহার সম্পাদক

518

নবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক ২০১৭ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুস সালাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেণ।
নির্বাচিত সদস্যরা হলেনÑ দৈনিক সমকালের প্রতিনিধি আলহাজ¦ মো. ইব্রাহীম খলিল সভাপতি, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজহারুল হক সাধারণ সম্পাদক এবং বাংলানিউজটোয়োন্টি ফোর. কমের শেখ সালাহ্উদ্দিন বাচ্চু সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত বাকী সদস্যরা হলেনÑ দৈনিক আলোচিত খবরের ফজলুর রহমান সহ-সভাপতি, সাপ্তাহিক একুশের কন্ঠের সম্পাদক মো. আলম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সময়ের বিপ্লব ঘোষ দপ্তর সম্পাদক, দি নিউ ন্যাশনের মজিবুর রহমান অর্থ বিষয়ক সম্পাদক, ভোরের ডাকের সাদের হোসেন বুলু প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যকারী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের মো. কাজী সোহেল ও বিডি নিউজের আসাদুজ্জামান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য আগামী ২ বছর মেয়াদে এ কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রমূখ।

আপনার মতামত দিন