নবাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

743

নবাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় প্রেসক্লাব সভা কক্ষে সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। প্রেসক্লাব সভাপতি মো. ইব্রাহীম খলিল সভায় সভাপতিত্ব করেন।

সভায় সর্বসম্মতি ক্রমে একুশের কণ্ঠের সম্পাদক মো. আলম হোসেনকে আহ্বায়ক, দৈনিক আমাদের সময়ের বিপ্লব ঘোষ ও বার্তা সংস্থা বিডি নিউজের আসাদুজ্জামানকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজহারুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, সালাউদ্দিন বাচ্চু, ফারুক আহমেদ, সাহিদুল হক খাঁন ডাবলু, সাদের হোসেন বুলু, কাজী সোহেল, ফজলুর রহমান, মজিবর রহমান  প্রমূখ।

আপনার মতামত দিন