নবাবগঞ্জ উপজেলার সাবেক ইউএনওকে বিদায় সংবর্ধনা

248
নবাবগঞ্জ উপজেলার সাবেক ইউএনওকে বিদায় সংবর্ধনা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাব। সম্প্রতি পদোন্নতি পেয়ে তিনি অন্যত্র বদলি হয়েছেন। সোমবার সকাল ১০টায় সদ্য যোগদানকরা ইউএনও তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতারা ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সদ্যবিদায়ী নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এ উপজেলায় দ্রুত বাস্তবায়নে সার্বক্ষণিক সহায়তা করেছেন। দলমত নির্বিশেষে সবার পাশে থেকেই কাজ করার প্রয়াস জুগিয়েছেন।

বিদায়ী ইউএনও শাকিল আহমেদ তার বক্তব্যে বলেন, দোহার ও নবাবগঞ্জের সর্বোচ্চ জনপ্রতিনিধি অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে আপনারা সব ধরনের সহযোগিতা করবেন- এই প্রত্যাশা আমার।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, মরিয়ম জালাল শিমু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন মুন্নি, ওসি মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল আমীন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, আবেদ হোসেন, আবদুল ওয়াদুদ মিয়া, হাজী ইব্রাহীম খলিল প্রমুখ।

আপনার মতামত দিন