নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রতিবাদ সভা ও সমাবেশ

174

“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই শ্লোগানকে ধারণ করে আজ প্রতিবাদ সভা ও সমাবেশ করেছে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন। শনিবার নবাবগঞ্জ উপজেলা সভাকক্ষে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

শনিবার বেলা ১২টায় উপজেলা ফটক থেকে র‌্যালি বের হয়ে কায়কোবাদ চত্তর ঘুরে ফিরে আসে র‍্যালিটি। পরে উপজেলার ওয়াছেক মিলনায়তনে কুষ্টিয়ায় ব্ঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাংঙ্গার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মঞ্জুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিবুল ইসলাম অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলার মেডিকেল অফিসার ডা.হরগোবিন্দ সরকার অনুপ, নবাবগঞ্জ থানার অফিসার ইন চার্জ শেখ সিরাজুল ইসলাম লিটু, উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য, কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃসিদ্দিকুর রহমান ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের সকল কর্মরত কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।

আপনার মতামত দিন