নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : কে কত ভোট পেল

889

ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত নবাবগঞ্জের মোট ভোটার সংখ্যা ২লাখ ৬৪ হাজার ৯শ ৪৪ ভোট। উপজেলার কেন্দ্র রয়েছে ১০৪টি। নাসির উদ্দিন আহমেদ ঝিলু আনারস প্রতিক নিয়ে ৬৫ হাজার ১’শ ৮৪ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে টিউবওয়েল প্রতিক নিয়ে তাবির হোসেন খান পাভেল ৩৪ হাজার ৩শ ২৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রজাপতি প্রতিক নিয়ে ইয়াসমিন আক্তার ৪৩ হাজার ৫শ ৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান প্রার্থীঃ

১। নাসির উদ্দিন আহমেদ ঝিলু (আনারস)-   ৬৫ হাজার ১শ ৮৪ ভোট

২। আ. বাতেন মিয়া (নৌকা)-   ৪২ হাজার ৯৭ ভোট

৩। আ. রাজ্জাক মোল্লা  (দোয়াল কলম)-   ১ হাজার ৯১ ভোট

 মোট বৈধ ভোটের সংখ্যা- ১০,৮৩৭২

 মোট অবৈধ ভোটের সংখ্যা- ২,৪৪৮

 মোট প্রদত্ত ভোটের সংখ্যা- ১১,০৮২০

ভাইস চেয়ারম্যানঃ

১। তাবির হোসেন খান পাভেল (টিবওয়েল)- ৩৪ হাজার ৩শ ২৭ ভোট

২। পত্তনদার মো. রকিবুল রহমান রাকিব ( বৈদ্যুতিক বাল্প)- ১৮ হাজার ২শ ১৯ ভোট

অন্য খবর  নাসির উদ্দিনকে আহ্বায়ক করে সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি ঘোষণা

৩। আরিফুর রহমান খান (আইসক্রিম)- ১২ হাজার ৪শ ৬ ভোট

৪। শওকত ওসমান ( টিয়া পাখি)- ৮হাজার ৪শ ৯১ ভোট

৫। চন্দন মন্ডল ( উড়োজাহাজ)- ৭ হাজার ৬৯ ভোট

৬। শেখ হান্নান উদ্দিন (গ্যাস সিলিন্ডার)- ৬ হাজার ২শ ৬৬ ভোট

৭। স্বপন কুমার সরকার (তালা)- ৬ হাজার ২শ ৪৫ ভোট

৮। মো. হুমায়ন কবির (চশমা)- ৫ হাজার ২শ ৪০ ভোট

৯। মো. সোহরাব হোসেন (মাইক) -৩ হাজার ৬শ ১০ ভোট

১০। মো. জসিম উদ্দিন (বই) -৩ হাজার ১৩ ভোট

১১। আনোয়ার হোসেন বিদ্যুৎ (পালকি)- ১ হাজার ৪শ ৬২ ভোট

 মোট বৈধ ভোটের সংখ্যা- ১০৬৩৪৮

 মোট অবৈধ ভোটের সংখ্যা- ৪৫১০

 মোট প্রদত্ত ভোটের সংখ্যা- ১১০৮৫৮

মহিলা ভাইস চেয়ারম্যানঃ

১। ইয়াসমিন আক্তার (প্রজাপতি)-  ৪৩ হাজার ৫শ ৫১ ভোট

২। মরিয়ম মুস্তফা শিমু (হাঁস)- ৪০ হাজার ২শ ১৯ ভোট

৩। রেশমা আক্তার (কলস)- ১১ হাজার ৬শ ৯৪ ভোট

৪। শিরিন চৌধুরী  (সেলাই মেশিন)- ৮ হাজার ৪শ ৩৯ ভোট

৫। সুহানা জামান (ফুটবল)- ২ হাজার ৮শ ৫৫ ভোট

অন্য খবর  নবাবগঞ্জে বাংলা মদ ব্যবসায়ীর কারাদণ্ড

 মোট বৈধ ভোটের সংখ্যা- ১০৬৭৫৮

 মোট অবৈধ ভোটের সংখ্যা- ৪০৭২

 মোট প্রদত্ত ভোটের সংখ্যা- ১১০৮৩০

আপনার মতামত দিন