ঢাকা জেলার দোহার উপজেলার করোনা আক্রান্ত রোগীদের পাশে এসে দাড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ এর সংসদ সদস্য সালমান এফ রহমানের মুখপাত্র মুসফিকুর রহমান লিমন। দোহার-নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের মাধ্যমে দোহারের দরিদ্র করোনা আক্রান্ত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
করোনা মহামারীর শুরু থেকেই দোহারের মানুষের পাশে আছেন মুসফিকুর রহমান লিমন। নিজে ব্যক্তি উদ্যোগ্যে অনেক সহায়তা করলেও ডিএনএসএমের মাধ্যমে করোনা মহামারীর শুরু থেকেই তিনি সাধারন মানুষের পাশে আছেন। তিনি ডিএনএসএমের মধ্যবিত্ত প্রকল্পের অন্যতম এক স্বপ্নদ্রষ্টা। তার পরামর্শেরি চালু হয় ডিএনএসএমের মধ্যবিত্ত প্রকল্প। তারই ধারাবাহিকতায় ডিএনএসএমের মাধ্যমে দোহারে করোনা আক্রান্ত অতি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেন। এই খাদ্য সহায়তার প্রথম ধাপে করোনা আক্রান্ত ৮টি পরিবারের মাঝে পৌছে গেছে এই খাদ্য সহায়তা। এই খাদ্য সহায়তায় থাকছে চাউল ১৫ কেজি, ডাল ২ কেজি, তেল ২ লিটার, লবণ ১ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ২ কেজি, ডিম ৩০ টি, লেবু ৩ হালি, চা ১০০ গ্রাম, সাবান ১টি, গরম মশলা। এই কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা করেন নিউজ৩৯ এর সম্পাদক ও ডিএনএসএমের সভাপতি তারেক রাজিব।