দোহারে সাংবাদিককে প্রানে মারার হুমকি

997

ঢাকার দোহারে মোঃ জাকির হোসেন (৩৫) নামে এক সাংবাদিককে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করার অভিযোগ উঠেছে। এই সন্ত্রাসী বাহিনী উপজেলার বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে বলে স্থানীয়রা জানায়। মোঃ জাকির হোসেন দৈনিক তৃতীয় মাত্রার দোহার ও বিডিসারাদিন.কম এর জেলা প্রতিনিধি।

জানা যায়, শুক্রাবার সকালে জামাল হোসেন (২০) নামে এক যুবককে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মধুরখোলা গ্রামের সালাম মৃধ্যার ছেলে সুমন (৩০), আকবর মৃধ্যার ছেলে ওবাদুল (৩৫), বাতেনের ছেলে আক্কাস (২৫), কপিল শেখের ছেলে আলামিন (২৫) ও সিদ্দিকের ছেলে সাইফুলসহ অজ্ঞাত ৮-১০ যুবক বাড়ি থেকে মইতপাড়া বিলে ডেকে নিয়ে হাত বেঁধে নির্যাত করে। সন্ধ্যায় স্থানীয়দের সহযোগীতায় জামালকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সংবাদকর্মী মোঃ জাকির হোসেন রাত সাড়ে ৮ টায় হাসপালে সংবাদ সংগ্রহ করতে গেলে সন্ত্রাসী সুমন, আক্কাস, আলামিন ও সাইফুলসহ অজ্ঞাত যুবকরা উপজেলার বালুরচক গ্রামে সাংবাদিক মোঃ জাকির হোসেনের বাড়িতে গিয়ে খোঁজতে থাকে। জাকিরের পিতা শাহজাহান বেপারী জাকির বাড়িতে নেই বললে তারা জবাবে বলে আপনার ছেলেকে বলে দিবেন এই নিউজ যেন না করে। যদি নিউজ করে তবে আপনার ছেলেকে প্রাণে মেরে ফেলব। আমাদের নামে মামলা করলে আপনার ছেলে লাশ ও খোঁজে পাবেন না। কথাটা মনে রাখবেন নয়লে ছেলে হারাবেন। এরকম দুই একটি খুন করেছি কোন আইন বা কেউ আমাদের কিছু করতে পারে নাই।

আপনার মতামত দিন