দোহারে যুবলীগের শোভাযাত্রা

177

৫ জানুয়ারী বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত গনতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে দোহার উপজেলা যুবলীগ এক শোভাযাত্রার আয়োজন করে। দোহার উপজেলা যুবলীগ প্রায় এক হাজার নেতা কর্মী এই মিছিলে অংশ গ্রহন করে।

গত বছর ৫ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। সেই থেকে দলটি ৫ জানুয়ারিকে গনতন্ত্র রক্ষা দিবস ঘোষনা করে এবং এই বছর প্রথম বারের মতো দিবসটি পালন করে। এই উপলক্ষে সকাল ১১ টার দিকে দোহার উপজেলা যুবলীগ এই মিছিলের আয়োজন করে। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন দ্বরানী, দোহার উপজেলা যুবলীগের সভাপতি ভিপি আলমাস, দোহার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন্দসহ দোহার উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।

এসময় মিছিলটি জয়পাড়া বাজার প্রদক্ষিন করে জয়পাড়া বাজার ওয়ান ব্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। 

আপনার মতামত দিন