দোহারে যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতা আটক

289

দোহার উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা সাখাওয়াত হোসেন বিদ্যুৎকে সোমবার রাতে তার বাসা থেকে আটক করেছে দোহার থানা পুলিশ। সাখাওয়াত হোসেন বিদ্যুৎ দোহার পৌরসভা নির্বাচন উপলক্ষে দোহারেই অবস্থান করছিলেন। এই মূহূর্তে তাকে গ্রেফতার করে দোহার থানা পুলিশ।

তার গ্রেফতারের ব্যাপারে নিউজ৩৯ জয়পাড়া থানা ডিউটি অফিসারের সাথে কথা বললে তিনি তথ্য দিতে অপারগতা জানান।

এদিকে দোহার উপজেলা যুবদল সভাপতি উমাউয়ুল ইসলাম খালেককে মঙ্গলবার রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। কি অভিযোগে তাকে আটক করা হয়েছে তা জানাতেও অপারগতা প্রকাশ করে দোহার থানা পুলিশ। 

আপনার মতামত দিন