দোহারে মাদক বিরোধী সচেতনতার ডাক দিলেন বাবুল চেয়ারম্যান

353

আজ শনিবার নজরুল ইসলাম বাবুল ওরফে বাবুল চেয়ারম্যানের উদ্যোগে তার নিজ বাড়ীতে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বাবুল বলেন যে বর্তমানে মাদক নামের এই সামাজিক ব্যাধি ভয়াবহ আকার ধারন করেছে। এর হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। যারা মাদক ছেড়ে ভালো হয়েছেন তাদের সবাইকে তিনি ধন্যবাদ জনান আর বাকী সবাই যাতে ভালো হতে পারে সেই কামনা করেন। তিনি উদাহরন দিয়ে বলেন দশের লাঠি একের বোঝা, সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাইকে মরেতে হবে তবে মৃত্যুর আগে মারা যাওয়া যাবে না। আর মৃত্যুর আগে সবার মনটাকে ভালো করতে হবে। সবদিক দিয়েই ভালো হতে হবে এবং সবাই যাতে ভালো হতে পারে এক কামনা করেই তিনি তার বক্তব্য শেষ করেন।

এছাড়া বিশেষ অতিথি ডালু খন্দকার বলেন, “দলমত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে একসাথে কাজ করতে হবে। যে কোন সমস্যায় আমি সবার সাথে আছি এবং থাকব।”

অন্য খবর  সব কিছু ভুলে সবাইকে নিয়ে কাজ করতে চাই: সালমা ইসলাম

এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলী হোসেন। এ অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন আবুল হোসেন মোল্লা, নুরুল ইসলাম খোকা, নুরু মোল্লা প্রমুখ। 

আপনার মতামত দিন