দোহারে মহান স্বাধীনতা দিবস উদযাপিত 

73
দোহারে মহান স্বাধীনতা দিবস উদযাপিত 

ঢাকা জেলার দোহার উপজেলায় স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস এ মুক্তিযোদ্ধাদের সংবধর্না ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালী উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক ভুমি নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক ডা.খান মো.আব্দুল মান্নান,ফজলুর রহমান ফাউন্ডেশনের মহা-ব্যবস্থাপক আব্দুর রউফ মোল্লা,দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো.বেলাল হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এইচ এম মহিউদ্দিন,মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, দোহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ।

অন্য খবর  অবশেষে বন্ধ হলো জয়পাড়া বাজারের পৌরটোল

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি জ্যোতি বিকাশ চন্দ্র।

আপনার মতামত দিন