দোহারে মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সালমান এফ রহমান

1066
দোহারে মডেল মসজিদ

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় ঢাকার দোহারে মডেল মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

২৪ মে শুক্রবার বিকালে মসজিদটি’র ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন ঢাকা-১ এর সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামিলীগ এর সহ-সভাপতি ফজলু রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা, দোহার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদনা ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোহারের গণপূর্ত বিভাগের বাস্তবায়নে মডেল মসজিদটি নির্মাণ কাজের ১২কোটি ৫০লক্ষ ৩৭হাজার ১২১টাকা ২৪ পয়সা ব্যয় হবে। কাজ শুরুর এক বছরের মধ্যে দৃষ্টি নন্দন মসজিদটি নিমার্ণ কাজ সমাপ্ত করা হবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠান জানিয়েছে।

আপনার মতামত দিন