দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘারমোড়া গ্রামে বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে এক ব্যক্তি ও ৩ টি গরুর মৃত্যু হয়েছে। ২০ মে সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শেখ সোরহাব আহমেদ ঘটু, তার বয়স আনুমানিক ৭০ বছর। তিনি সুতারপাড়া ইউনিয়নের ঘারমোড়া গ্রামের বাসিন্দা। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে গতকাল বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি সহ রাতে ভারি বৃষ্টি ও দমকা বাতাস বয়ে যায়। যার ফলে পল্লি বিদ্যুতের তার ছিড়ে রাস্তায় পরে থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০ মে (বুধবার) সকালে বৃষ্টি কিছুটা কমে গেলে ঘটু মিয়া তার খামারের গরু চড়াতে বাসা থেকে বের হয়। এ সময় বিদ্যুতের তার ছিড়ে রাস্তায় পরে থাকায় বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে ঘটু সহ একই সাথে ৩ টি গবাদি পশুর মৃত্যু ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, এ ঘটনার পর পল্লি বিদ্যুতের লোকদের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে পল্লি বিদ্যুতের কাউকে পাওয়া যায়নি। পুলিশের সাথেও বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরেনি দোহার থানা পুলিশ।
পল্লি বিদ্যুতের গাফিলতিতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বলে জানান এলাকবাসী।