দোহারে বিজয় দিবস উপলক্ষ্য কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

83

ঢাকার দোহার উপজেলায় ৫১তম জাতীয় বিজয় দিবস উপলক্ষ্য সাধারণ ছাত্রদের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে দোহার উপজেলার স্কুল,কলেজ ও মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। সেখান থেকে মোট ১৪ জন পুরষ্কৃত করা হয়।

শুক্রবার বিকাল সাড়ে চারটায় দোহার উপজেলার বাটিয়া কাশেম উলূম মাদ্রাসায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। তরিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীফ হাসান। সে সময় তিনি বলেন, আমাদের সবাইকে বিজয় দিবসের ইতিহাস জানাতে হবে। যারা দেশকে স্বাধীন করতে গিয়ে তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে আল্লাহ তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করে।

সে সময় আরো উপস্থিত ছিলেন, হাফেজ ওমর ফারুক , ইলিয়াস হোসেন, মোঃ রাফি,হাফেজ খাব্বাব প্রমুখ।

আপনার মতামত দিন