ঢাকার দোহার উপজেলায় (১২ই সেপ্টেম্বর) রবিবার রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও দেশি অস্ত্র দিয়ে ঘর কোঁপানোর অভিযোগ উঠেছে।দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মধুরখোলা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল রবিবার রাত ১ টায় মধুরখোলা গ্রামের মৃত নুরু চকিদারের ছেলে শেখ তোফাজ্জল বাড়িতে এক দল সন্ত্রাসীরা রাতের অন্ধকারে বতসবাড়িতে অগ্নিসংযোগ ও দেশি অস্ত্র দিয়ে কোঁপানোর অভিযোগ করে থানায়, শেখ তোফাজ্জল জানায়, প্রতিবেশি মৃত সামাদ শেখের স্ত্রী আমাদের পৈতিক সম্পাতিতে গাছ লাগানোর চেষ্টা করলে স্থানীয় ব্যক্তিদের সহযোগীতায় বাঁধা দেওয়ার চেষ্টা করলে সামাদের ছেলে মাহাবুর আমাদের মারতে চেষ্টা করে এবং হুমকি প্রদান করে। তার পর রাতে দরজায় বাহির থেকে সিকল দিয়ে আমাদের বসতবাড়ি উপর সন্ত্রাসী হামলা চালায়, গ্রিল ছাড়া জানালা দিয়ে বের হলে সন্ত্রাসীরা পালিয়ে যায় ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিভানো হয়। এই ব্যাপারে মাহাবুর রহমানের কাছে জানতে চাইলে সে বলেন, এ ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তাদের অভিযোগ সঠিক নয়। স্থানীয়রা জানায়, মাহাবুরের নামে এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যে ছেলে ভূতের ভয়ে সন্ধ্যার পর বাড়ি থেকে বেড় হয়না সে কি করে আবার অগ্নিসংযোগ ও বসতবাড়িতে হামলা করবে।এবিষয়ে দোহার থানার এ এসআই এনামুলের সাথে কথা বললে তিনি নিউজ৩৯ কে জানায় , এবিষয়ে ফারিতে অভিযোগ করা হয়েছে , তবে হামলা বা অগ্নিসংযোগ এ ব্যাপারে কোন মামলা ও অভিযোগ করেনি,তবে জমিসংক্রাত বিষয়ে, স্থানীয় খোকা দাদা, দুই পক্ষের আমিন সহ জমির মাপঝোপ করতে ৩১তারিখ ধার্য করে,এতে দুই পক্ষ রাজি হয়।
আপনার মতামত দিন