দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি

235

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দোহারের নারিশা ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া গ্রামে রমজান খান নামে এক ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এলাকাবাসী নিউজ৩৯কে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দক্ষিণ শিমুলিয়া গ্রামের রমজান খানের বাড়িতে হানা দেয়।

পরিবারের লোকজন কিছু বুঝে ওঠার আগেই সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত বেঁধে ফেলে। পরে ঘরে থাকা ৩০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে সেখানে ডাকাতির কোনো আলামত পাওয়া যায় নি।

আপনার মতামত দিন