দোহারে পিএসি-তে পাশের হার ৯৯% এর বেশি

299

তানজিম ইসলাম আহাদ, নিউজ৩৯.নেট ♦ গতকাল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দোহারের সামগ্রিক সাফল্য প্রায় শতভাগ। ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দোহারের স্কুলগুলোর পাশের হার ৯.৮১ ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৯.৫১%।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সর্বমোট ছাত্র-ছাত্রী ছিল ৫,১৫৭, এর মধ্যে পরীক্ষা দিয়েছে ৪,৯২২ জন। জিপিএ ৫ পেয়েছে ৩৮২ জন, জিপিএ ৪ পেয়েছে ১৬০৫ জন, জিপিএ ৩.৫ পেয়েছে ১০৪৫ জন, জিপিএ ৩ পেয়েছে ৮৮৩ জন, জিপিএ ২ পেয়েছে ৮৯৮ জন ও জিপিএ ১ পেয়েছে ১০০ জন। অকৃতকার্য হয়েছে ৯ জন, অনুপস্থিত ছিল ২৩৫ জন। বালকদের পাশের হার ৯৯.৭৮% ও বালিকাদের পাশের হার ৯৯.৮১%।

দোহারে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সর্বমোট ছাত্র-ছাত্রী ছিল ২১৩ জন, এর মধ্যে পরীক্ষা দিয়েছে ১৯৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৯ জন, জিপিএ ৪ পেয়েছে ৮১ জন, জিপিএ ৩.৫ পেয়েছে ২৬ জন, জিপিএ ৩ পেয়েছে ২৬ জন, জিপিএ ২ পেয়েছে ৪৫ জন ও জিপিএ ১ পেয়েছে ৫ জন। অকৃতকার্য হয়েছে ২ জন, অনুপস্থিত ছিল ১৯ জন। বালকদের পাশের হার ৯৯.০৫% ও বালিকাদের পাশের হার শতভাগ।

আপনার মতামত দিন